বুধবার, ৮ মে, ২০১৩

সুদূর স্বপ্নীল পথে - -

জানি উদাসীন সন্ধ্যা রেখে গেছে ক্লান্ত 
ছেঁড়া পরিধান, দাহক আদায়, 
লবনাক্ত স্পর্শ - খোলা 
জখমের উপরে,
তবু ও 
হৃদয় চায় তোমায় ফিরিয়ে দিতে - - 
কিছু সজল চন্দনের প্রতীতি,
ভালবাসার শীতলতা,
নিশিগন্ধার 
মুগ্ধতা, 
জীবনের ওই এক একঘেয়ে ক্রন্দনের 
বাইরে ও আছে এক সুরভিত 
জগৎ, নীরব মুকুলের 
বুক খুলে গন্ধের 
অনুদান,
যা গেছে হারিয়ে হৃদয় ভুলে যেতে - -
চায় ক্রমশঃ তাকে, নিসর্গের 
নিয়ম শুধুই এগিয়ে 
যাওয়া, নব 
দিগন্তের 
দিকে, অবিরাম নব রূপে বহু রঙ্গে !
সুদূর স্বপ্নীল পথে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art - unknown source