মঙ্গলবার, ২৬ মে, ২০১৫

বিহানের ঠিকানা - -

অনেক কিছু জীবনে যায় হারিয়ে,
আবার অনেক কিছু সময়ের
লহর ফেলে যায় বন্দ
দুয়ারে, তবুও
মানুষের
ঝুলি চিরদিন ঝুলে রয় শুন্যের -
তাকে, অভিলাষের ফর্দ
অন্তহীন, আর প্রাণ -
বায়ুর সীমা
সর্বদা
সঙ্কুচিত, শেষ প্রহরে কেমন যেন
সব কিছু ছিল এলোমেলো,
ঝরা ফুল তুলতে
গিয়ে দেখি
রাত্রি
করে অদ্ভুত ভাবে অট্টহাস, আর
আমি দিগন্তের কুয়াশায় খুঁজে
মরি বিহানের ঠিকানা,
যদিত্ত অন্তর্তমের
আলোকে
তুমি আছো চিরকাল প্রতিষ্ঠিত -
তবুও, জানি না কেন এক
অনির্দিষ্ট মৃগতৃষ্ণার
পিছনে
ধেয়ে যায়, এই অস্থির জীবন - -

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/