বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

ঐহিক জগতের বাহিরে - -


তুমি এখনো ভেসে আছো ঊর্ধ্বতলে,
নির্বাধ ভাবে খেলতে চাও শান্ত
তরঙ্গের সাথে।ওই প্রচণ্ড
আবেগে জানি না
কি যে আছে,
ভুলিয়ে
নিয়ে যেতে চায় সুদূর কোন এক -
প্লাবিত উপকূলে। ক্রমশঃ তুমি
ভেঙে দিতে চাও সমস্ত
ঐহিক জগতের
রেশমী -
বাঁধন, নিঃশর্তে বেঁধে রাখতে চাও
এই জীবন, নিজের নিঃশ্বাসের
সাথে। আমিও কেমন
যেন অতি আগ্রহী,
মিশে যেতে
চাই - -
চিরতরে, তোমার দেহের প্রতি অণু
রন্ধ্রে। প্রেমের উৎকর্ষ কিংবা
অন্ত্য স্পৃহা বলা কঠিন,
কি যে আছে এই
মুহূর্তে
দুই আবেশপূর্ণ দেহের  অন্ত:করণে।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/