কাজ করে না, ওই এক ঘেয়েমির ভাব
সরিয়ে নিয়ে যায় উত্তরোত্তর বুক
থেকে দূর কোন অজানা
প্রান্তরে, এখানে
স্বপ্নের
পিছনে ধেয়ে যায় অতিরিক্ত বাসনা, পাওয়া
না পাওয়ার দ্বন্দ্বে ঝুলে রয় জীবনের
ছেঁড়া ঘুড়ি, শঙ্খ চিলের ক্ষণিক
নিরবতা বাঁচিয়ে রাখে
মীনের নিঃশ্বাস,
অভিলাষী
মনের মহাবিশ্বে মায়াবী নিহারিকা ঝরে
একরাশ, অতৃপ্ত দেহ ও প্রাণ চেয়ে
রয় আকাশের অগ্নি বর্ষণ,
অখণ্ড রাত খুলে রাখে
হিমায়ত বক্ষস্থল,
তুষারনদীর
সমতুল্য
ভালবাসার গলন ঘনিয়ে আনে জোছনার বান,
কে কখন কি ভাবে গেল অপর পারে,
হারানো মুহুর্তের ইতিহাস কেউ
মনে রাখে না, প্রণয় নদীর
নৌকাডুবির ঘটনা
সর্ব বিদিত !
আগুনের সেই জ্বলন্ত প্রবাহে জীবন ভেসে
যায় দেহান্তরের সেই কল্প ভূমির
দিকে, নিরন্তর প্রলম্বিত
বেগে, মুক্তিস্নানের
ঘাটে, দেহে
ছড়িয়ে অবিনাশী প্রায়শ্চিতের ভস্ম, ছুঁতে চায়
ফিরে মনের মানুষ, মোহ ভঙ্গের এই
পথে জীবন হয় উঠে উদ্ভাসিত,
কান্তিময়, এখানেই কোথায়
যেন সাড়া দিয়ে যায়
অন্তর্মনের ধ্বনি,
নব চেতনার
উপলব্ধি, লৌকিক থেকে অলৌকিক পথে যাওয়া,
সন্দিহান প্রেমের অন্ত, বাস্তববাদের
প্রারম্ভ - - -
সন্দিহান প্রেমের অন্ত, বাস্তববাদের
প্রারম্ভ - - -
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY -Self Reflection - BAINES ANDREW
PAINTING BY -Self Reflection - BAINES ANDREW