ওরা সবাই আছে নিজের আলোকের বৃত্তে -
চির আলোকিত, মেঘ বৃষ্টির ওই
ক্ষণিক যবনিকার পরে
আবার পুনরায়
প্রস্তুত !
তারা সাজিয়ে রাখে নীল শুন্য শামিয়ানা,--
ভরে যেতে চায় আঁধারের বুকে, মূল্য
বিহীন দীপ্তি ঝরনা, এমন কি
বিলুপ্তির পথেও দিয়ে
যায় জীবন্ত -
অনুদান,
ওই রহস্যময় তারকের আসরে জীবন খুঁজে
পায়ে অনেক সময়ে বেঁচে থাকা মানে,
ওই উদারতার নিজের আছে
অসম্ভব কুহক, বহু
বার তাই
দেহ ও প্রাণ মিলে যেতে যায় তাদের অনন্ত
আলোর প্রবাহে, একাকার - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Art by LoriMcNee
চির আলোকিত, মেঘ বৃষ্টির ওই
ক্ষণিক যবনিকার পরে
আবার পুনরায়
প্রস্তুত !
তারা সাজিয়ে রাখে নীল শুন্য শামিয়ানা,--
ভরে যেতে চায় আঁধারের বুকে, মূল্য
বিহীন দীপ্তি ঝরনা, এমন কি
বিলুপ্তির পথেও দিয়ে
যায় জীবন্ত -
অনুদান,
ওই রহস্যময় তারকের আসরে জীবন খুঁজে
পায়ে অনেক সময়ে বেঁচে থাকা মানে,
ওই উদারতার নিজের আছে
অসম্ভব কুহক, বহু
বার তাই
দেহ ও প্রাণ মিলে যেতে যায় তাদের অনন্ত
আলোর প্রবাহে, একাকার - -
* *
- শান্তনু সান্যাল
Art by LoriMcNee