বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

ঝকঝকে মলাট - -

গেছে রাতের আকাশ আলোকময় 
শামিয়ানা গুটিয়ে, বিহানের 
দ্বারে আবার দাঁড়ানো 
ভিড়ের ছুটাছুটি,
কোলাহলের 
মাঝে 
উদ্বর্তনের অভিযান, অদৃশ্য চক্র - 
ব্যুহ, কিছু ছদ্মবেশী চেহারা, 
কিছু পরিচিত রহস্য -
ভরা হাসি, পুনঃ 
ক্লান্ত দেহের 
সাথে 
নিজের সন্ধান, সাড়ে সাতটার - -
মফস্বল লোকালের সাথে, 
আবছা আলোয়, 
পিছনে 
সরে চলেছে, উড়াল পুল, কালো 
দিঘির ওপারের হরিত ভূমি, 
ফ্লেটফর্মে ছড়ানো 
চীনাবাদামের 
খোল,
পরিশ্রান্ত পায়ে আবার আঁধারের 
সঙ্গে এক সংক্ষিপ্ত রাতের 
নিঃশর্ত সন্ধি, এক 
ফালি নিঃশ্বাস,
পুরোনো 
বইর উপরে আবার নতুন ভাবে 
বেঁচে থাকার ঝকঝকে 
মলাট !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
vases-and-flowers art by joni-mcpherson

যথারীতি একান্তবাস - -

সব কিছুই ছিল আশেপাশে ফুল, গন্ধ,
জোছনার ক্ষরা, আবগের বন্যা,
তবুও জানি না কিসের 
জন্য সারা রাত 
ধুঁইয়ে - 
ধুঁইয়ে জ্বলেছে ভাবনার ধূপ, কোন -
অতৃপ্ত আত্মার ছায়া, করেছে 
বিন্দু বিন্দু গ্রাস দেহের
এই কাঞ্চন ভূমি,
সব কিছুই 
ছিল -
প্রেমের অবুঝ যবনিকার অপর ধারে,
জীবন রইলো যথারীতি খুবই 
একাকী শেষ প্রান্তে, না 
হাসি, না কান্না,
তটস্থ
নিজের বৃত্তে, পরিধির সমস্ত বিন্দু - - 
অবশেষে হলো উধাও, হয় ত 
তারা উড়ে গেছে অদৃশ্য 
প্রজাপতির রূপে, 
নিজস্ব 
উপবনে, পরিচিত গন্ধের পথে সুদুর 
আপন লোকে - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
Artist Nancy Medina