বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

খোলা হাতের তালু - -

 
এই পথের বুকে সবাই হারায় এক দিন, -
কুয়াশায় ঢাকা থাকে স্মৃতির কিছু
চিরকুট, খোলা হাতের তালু,
উড়ে যেতে চায় হলদে
প্রজাপতি, অবোধ
শিশুর মতো
আমি
চেয়ে আছি তোমার ভাঙা চশমার কাঁচ,
সেকেলের কিছু গান যেন আটকিয়ে
আছে ঝুলন্ত দড়ির গায়ে, হয়ত
ঝড়ের প্রতীক্ষায়, অতীত
যেন কৃষ্ণচূড়ার ফুল,
ঝুল-বারান্দা
হতে
আমি হাত বাড়াই, কিন্তু শাখা গুলো যায়
দূর সরে, চার দিকে গজিয়ে উঠছে
ধারালো আহ্বান, তবুও যেন
শহরটি নিঃশব্দ ঘুমে
ঘুমিয়ে আছে
নিজের
বিধ্বস্ত জগতে, জানি না বিহানের কচি -
আলোয় তুমি আবার আসবে বকুল
কুড়োতে - -

* *
- শান্তনু সান্যাল