রবিবার, ২৯ জুলাই, ২০১২

কোনো এক সাঁঝের বেলায়

কখনো যদি সম্ভব ছুঁয়ে দেখো মেঘের গুঁড়া,
ভেসে যায় মনের বাতায়নে গা ঘেষে, 
সেই ভালো লাগার অনুভূতির 
তীরে খুঁজে পাবে ঠিক, 
চির সজলতা, 
অদৃশ্য 
আতঙ্কের ভিতরেই ছিল প্রেমের নির্ভীক -
মুখরিত ভাবনা, কোনো দিন হয় 
ত খুলে যাবে প্রতিবন্ধিত 
গন্ধকোষের গ্রন্থী,
সে দিনের 
পথ 
চেয়ে আছে, বুঝি আজ ও বুকের মাঝে এক 
গুচ্ছ রজনীগন্ধা, তার অধীর অধরে 
এসে থেমে রয়  স্বপ্ন সুধা, সিক্ত 
শব্দ গুলো যেন বাক্য হারা,
খুঁজে সাঙ্কেতিক অজ্ঞাত 
বর্ণমালা, তার 
চোখের 
শুন্যতায় লুকিয়ে আছে ঘনীভূত শ্রাবণ -
ধারা, উষ্মিত হৃদয় জেগে রয় 
নিয়ে যুগের একরাশ নিদ্রা
বিহীন অবচেতনা, 
যদি হটাত 
ঝরে 
যায় কোনো এক সাঁঝের বেলায় তার আর্দ্র 
অনুকম্পা - - 

- শান্তনু সান্যাল