সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

নিস্তব্ধতা - -

এই মুহূর্তে সব কিছু যেন বিভ্রান্তিকর, চার 
দিকে এক ব্যাপক স্থিরতা, সাগর, 
পৃথিবী, আকাশগঙ্গা, সময় 
যেন গেছে থেমে, এই 
মুহূর্তে তুমি আর 
আমি কেবল 
সত্যতা !
উপান্তে সরে চলেছে ধর্ম, দর্শন, ইতিবৃত্ত -
এখন শুধুই শিরোনামে নিস্তব্ধতা,
আবেগের সঘন নিম্নরেখা, 
ভাবনার ঘনিষ্ট 
বিনিময়, 
এই ক্ষণে আয়ত্তের বাইরে বন্য মনোবৃত্তি !
উন্মুক্ত নিশিপুষ্পের গন্ধ ধারা,
পরস্পরের অবচেতনে 
অনবরত হারিয়ে 
যাওয়া, 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art from Yvonne Dolloway