রঙ্গ মঞ্চ বিহীন এই পুতুল নাচের খেলা, তুমি আর আমি শুধুই নয়,
রয়েছে মহা মিছিল, অদৃশ্য দর্শক ও শ্রোতা,
এই অন্তরিক্ষ জড়িত যবনিকায়
অগণিত প্রকাশপুঞ্জ মায়াবী নিহারিকা,
ভেসে যায় শূন্যে, গতিময় জন্ম মৃত্যুর ভেলা,
বৃহতম সেই কালজয়ী মহাচক্র
দুলে যায় তীব্র বেগে সময়ের অজস্র নাগরদোলা,
জানি তুমি বিশ্ব বিজয়ী নিজের ভুবনে,
তবুও পরাজিত অন্তঃ দাহের সমরে,
রাজন ও ভিক্ষু চলেছে এক পথে অনাম সন্ধি বেলা,
এখানে উদিত ভালবাসার শতদল পূর্ণ রূপে
সরসির বক্ষে, আবার লুপ্ত মহা অগ্নিশিখা নিমিষে,
পাস কাটিয়ে যাওয়া অসহজ ও মুশকিল,
সব কিছুই পঞ্জিবদ্ধ রয়েছে অপরিচিত অদৃশ্য খাতায়,
সময়ের বুকে সব কিছু পূর্ব মুদ্রিত, অনন্ত প্রেম অথবা বিন্দু বিন্দু অবহেলা,
রঙ্গ মঞ্চ বিহীন এই পুতুল নাচের খেলা।
-- শান্তনু সান্যাল
রয়েছে মহা মিছিল, অদৃশ্য দর্শক ও শ্রোতা,
এই অন্তরিক্ষ জড়িত যবনিকায়
অগণিত প্রকাশপুঞ্জ মায়াবী নিহারিকা,
ভেসে যায় শূন্যে, গতিময় জন্ম মৃত্যুর ভেলা,
বৃহতম সেই কালজয়ী মহাচক্র
দুলে যায় তীব্র বেগে সময়ের অজস্র নাগরদোলা,
জানি তুমি বিশ্ব বিজয়ী নিজের ভুবনে,
তবুও পরাজিত অন্তঃ দাহের সমরে,
রাজন ও ভিক্ষু চলেছে এক পথে অনাম সন্ধি বেলা,
এখানে উদিত ভালবাসার শতদল পূর্ণ রূপে
সরসির বক্ষে, আবার লুপ্ত মহা অগ্নিশিখা নিমিষে,
পাস কাটিয়ে যাওয়া অসহজ ও মুশকিল,
সব কিছুই পঞ্জিবদ্ধ রয়েছে অপরিচিত অদৃশ্য খাতায়,
সময়ের বুকে সব কিছু পূর্ব মুদ্রিত, অনন্ত প্রেম অথবা বিন্দু বিন্দু অবহেলা,
রঙ্গ মঞ্চ বিহীন এই পুতুল নাচের খেলা।
-- শান্তনু সান্যাল