সোমবার, ৩ মার্চ, ২০১৪

মনোভাবের বিজ্ঞান - -

ওই নীরবতার আড়ালে ছিল চাপানো 
কোলাহল, যেন এই মুহুর্তে বহে 
গেছে কালবৈশাখীর ঝড়,
ছুঁয়ে সাগর সৈকত, 
তার চোখের 
তীরে 
ভেসে উঠতে চায় ঝিনুকের উজ্জ্বলতা,
প্রায়ই দেখি, সে হেসে চলেছে 
বুকে লুকিয়ে অবিরাম 
অদৃশ্য দহন, 
অনেক 
কিছুই জীবনে অনিচ্ছায় করে যেতে -
হয়, তার অভিলাষের ফর্দে !
আমার নাম ছিল কী 
না, জানার 
ইচ্ছে 
যথারীতি রইলো, যদিও মৌন ভাষায় 
সে বুঝিয়ে গেছে বহুবার, ওই 
মনোভাবের বিজ্ঞান 
ছিল খুবই কঠিন,
যতই 
গেছি কাছে ততই গহন অন্ধকারে - - 
ঘনিয়ে উঠেছে জীবনের পথ !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
pink-and-orange-wild-flower-bruce-nutting

চিরকাল তুমি নিরুদ্দেশ - -

সারা রাত ঝরেছে শিশির কণা -
সারা রাত ছিল অদ্ভুত 
এক নিস্তব্ধতা, 
বুকের 
অদৃশ্য কোটরে বাষ্পিত মেঘ - -
তখন উচ্ছৃঙ্খল, সারাটা 
সময় খুঁজেছে 
একফালি
মরুভূমি, হৃদয়ে রইলো নিরুদ্ধ 
মধুর এক সজলতা, ওই 
নিশীথের একাকী 
পাখি সম, 
জীবনের ছিল একান্ত সন্ধান - - 
পৃথিবী হতে আকাশের 
পথে,সাগর হতে 
মেঘের 
দেশে, কখনো জোছনা ভরা ওই 
মায়াবী জগতে, কখনো 
নির্জন মঠবাসী 
সন্ন্যাসীর 
বেশে !
জীবন চেয়েছে তোমায় সম্পূর্ণ
ভাবে ভালবাসতে, অন্তরে 
লুকিয়ে রাখতে, কিন্তু 
তুমি যথারীতি 
রইলে 
অধরা, কোনো দিনই চাও নি -
ধরা দিতে, চিরকাল তুমি 
নিরুদ্দেশ, চিরদিন 
আমি কুয়াশার 
যাত্রী - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by francine dufour jones