শুধুই সে দেখেছে বাহ্য আবরণ, রূপ রং হাড়
http://sanyalsplanet.blogspot.com/
art by Jim and Lynn Lemyre
মাংস, দেহের কাঠামো, উপেক্ষিত রইলো
আন্তরিক জগৎ ! ওই গভীরে
যাওয়া হয় ত তার
সাধ্যের
বাহিরে, তাই হ্রস্বতর পথ, জানা সত্তেও যে
ওই গলির ভিতরে আলোর প্রবেশ
দুরূহ, প্রস্থানের দ্বার
অস্পষ্ট, প্রতি
ধাপে
রহস্যময়ী তমসা সঘন, যাওয়া সহজ কিন্তু
ফিরে আসা মুশকিল, মনের আগে
মানুষ ত মানুষ দেবতার ও
নাকি বিবশ, তাই
অতিরিক্ত
প্রাপ্তির অভিলাষ টেনে নিয়ে গেছে, ওই - -
মরীচিকার পথ হতে সুদুর মায়ার
উপগ্রহে, যেখানে যায় সব
কিছু হারায়ে, প্রেম
তখন এক
শ্রুতি !
কবিতার পৃষ্ঠায় খুঁজে নিজস্ব পরিচয় পত্র !
অপ্রকাশিত ব্যথা নিয়ে বুকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Jim and Lynn Lemyre