মঙ্গলবার, ১২ জুন, ২০১২


উদীয়মান জল বিন্দু - - 
ধীর দহনে জ্বলেছে বৈরাগী মন সারা রাত, 
জোছনার রুপক দিয়ে সরে গেছে 
ক্রমশঃ আঁধার, ওই আদিম 
গুহার মুখে জীবন ছিল 
দাঁড়ানো অনেক 
ক্ষণ একা,
সে যখন আসলো কাছে, তখন নেত্রপল্লবে 
ঢাকা রইলো স্বপ্নীল আকাশ, বৃষ্টি 
পুনরায় ঘনীভূত, হয় ত 
ছুঁয়েছে আবেগী মেঘ 
নিদ্রিত শৈল
শিখর, 
উপত্যকার বুকে ছড়িয়ে রইলো ঘন কুয়াশা, 
চাঁদ উঠেছিল কিংবা তার রূপের ছিল 
প্রতিফলন, অধর তীরে সে রেখে 
গেছে কিছু উষ্ণ আর্দ্রতার 
আভাস, বক্ষ স্থলে 
উদীয়মান
সজল 
কিছু প্রণয় বিন্দু, কিছু কম্পিত অনুভূতি - - -
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
drops 1