শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১১

নিষ্ফল আকাশ 

জীবনের সাধ অপরিমেয়, সীমাহীন তার জগত !
ভালো কথা ! শুনেছি তুমি যে ভালবাসতে 
চাও আমায়, কিংবা মনে মনে ভাব 
জাগিয়ে বসে আছ ঠিক তুলসী 
তলার সেই সান্ধ্য প্রদীপের 
রূপে, জানি না, আসলে 
শ্রবণ  ও অনুভব 
করা এই দুটির 
মধ্যে বিরাট 
ফাঁক ---
কিন্তু ভূমিকা না বেঁধে আমি স্পষ্ট করে দিতে চাই 
যে স্বপ্নের জাল বোনার আগে দৈহিক -
সম্পদ ছাড়া অনন্ত ব্যথা, দাগের 
ভিতরে দাগের শৃঙ্খলা, নিরুদ্ধ 
আবেগ, অধরা, অন্তহীন
প্রজ্বলন, বুকের মাঝে !
কি তুমি সইতে   
পারবে ?
মাটির প্রদীপ হবার আগে প্রিয় বন্ধু ঝঞ্ঝার সঙ্গে 
কিছু মুহূর্ত কাটিয়ে নিও, তুমি কি পুড়তে
পারবে চন্দ্রবিহীন রাতে আমার সাথে 
শ্বশানের ওই মহাশুন্যের মাঝে,
আত্মলীন নিরবতায়, রাত 
জাগা সুধাময় মুহূর্ত,
তুমি কি চাও 
দেখতে নির্বস্ত্র শরীর, যেমন নবজাতক শিশু 
প্রথম গর্ভের বাহিরে মুক্তির প্রাণবায়ু 
গ্রহণ করে, যেমন হরিণ শাবক 
কম্পিত পায়ে নিজে 
দাঁড়াবার চেষ্টা 
করে, তুমি 
কি সরিয়ে যেতে পারবে সেই নোংরা রক্ত গন্ধিত 
পারদর্শী গর্ভের ঝিল্লি, খুবই কঠিন বুকে 
টেনে রাখা, শিকারীদের ঘ্রাণ শক্তি 
অতি তীব্র, দেখো যদি পারো
বুকের মাঝে লুকিয়ে 
রাখতে অক্ষয়
 প্রেমের 
এই অনন্ত জ্যোতি, আমি জীবন তোমার নামে 
লিখে দিতে পারি, পরিপূর্ণ দেহ ও প্রাণের 
সঙ্গে জন্মজন্মান্তর ধরে --- 

--- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/