বুধবার, ৫ জানুয়ারী, ২০১১

কমলা রং বিহান

কমলা রং বিহান 

  জানালার পারে মধুমাস
চেয়ে দেখি কমলারং বিহান 

পলাশের গায়ে সাজিয়ে গেছে
 কে যেন রঙ্গীন কবিতা গুচ্ছ,
উঁকি দিয়ে যায় কাঠ বেড়ালীর 
দুই চঞ্চল চোখে কার
 প্রণয়ের সুপ্ত অভিলাষ, 
ভরে যায় অন্তঃকরনে
 স্বপ্নময় অভিসার, 
সুদূর সাল সাগুন বনে 
কুহুক উঠে অজানা কোন পাখির,
 মনে হয় কে যেন ডেকে যায় মধু নাম,
আমি বিহ্বল হৃদয়ে সহসা 
খুলে যাই মুখ্য দ্বার, 
দেখি তুমি সদ্য প্রস্ফুটিত
 অনাম ফুলের দেহে
 ঘুমিয়ে রয়েছে এখনো,
আমি চাই সূর্য্য যেন ঢেকে যায়
 আবার সঘন মেঘের চাদরে,
নীলাম্বরী অন্তরীক্ষে দেখি
 দূর দূর মেঘের কোনো সাড়া নাই,
নিসর্গ জেগে উঠে বুকে নিয়ে অজস্র ভালবাসা,
 তোমার পরশে মধুমাস ছড়িয়ে
 গেছে মায়াবী বন্য সুরুভি দিগ দিগন্তে //
--- শান্তনু সান্যাল