রবিবার, ২ এপ্রিল, ২০২৩

সারাংশ - -

 
কী তুমি এখনো বসে আছ করতলে মুখ
ঝুলিয়ে, অলিন্দের সীমানা পার  
করে রোদ গেছে হারিয়ে,
বহু দূর, অনেক
আগে -
পুকুর পারের একাকী পিয়াল গাছে, - -
ফিরে এসেছে মায়াবী আঁধার,
পাখিদের কলরব
নীরবতার
পথে !
কী এখনো খুঁজে চলেছ বাসী ফুলের - -
নিরস গন্ধ, অতীতের পৃষ্ঠে
লেখা অবুঝ কবিতা,
জীবন চির
উদ্দাম,
খেলে যায় লুকোচুরি নিয়তির সাথে !
এখনো রাত্রি অনেক অশেষ,
আলো ছায়ার খেলা
সবে আরম্ভ,
কে মৃগ
আর কে যে মৃগয়া, সব কিছু অনাগত
আগামীকালের গর্ভে সমাহিত,
হারানো প্রাপ্তির মাঝেই
লুকিয়ে রয় জীবনের
সারাংশ - -
এখনো জীবন্ত কুহেলি ভরা পথে, মম -
প্রণয়ের নিশীথ ডাক, বুকে
জড়িয়ে সিক্ত জোছনা,
হাঁটছে চিরন্তন - -
* *
- - শান্তনু সান্যাল,