মঙ্গলবার, ৫ জুলাই, ২০১১

 শুন্যতা 
অবারিত হৃদয়,অনাবৃত ব্যোমের বিশালতা
জীবনের পারদর্শী দ্বার উন্মুক্ত বাহির মুখী -
এখানেই ভেসে আসে পরম সত্যের জ্যোত্স্না,
সে দাড়িয়ে ছিল অনেক ক্ষণ নিয়ে হাতে কিছু
সদ্য প্রস্ফুটিত প্রণয়ের স্বর্ণিম কমল, ভাবনার
বৃন্তে জড়ানো, আদ্র স্বপ্নের লাজুক প্রতিশ্রুতি,
অন্তর নেত্র চিনতে পারি নি, ফিরে গেছে সর্ব
প্রতিধ্বনি, নির্বাক আঁধার নিয়ে বুকে, জীবন
রইলো, অন্তহীন পথের পরিশ্রান্ত ভ্রমিত যাত্রি!
যারা ছিল ছায়া সম দিবা নিশির প্রাণবন্ধু
একে একে পথের পান্থশালায় জিরনের লাগি
থামল, আর তো দেখি না কোনো ও পথচারী,
একাকী, সুদুর পৌঁছিয়ে ফিরে তাকালাম, শুধুই -
কুয়াশার সাম্রাজ্য, চারদিকে ব্যাপক শুন্যতা,
সারি সারি অপরিচিত পদ চিহ্ন এঁকে রয়েছে
নদীর কিনারা, সবাই একই দিগন্ত মুখী, পূর্ব -
গামী, ফিরে আসার মনে হয় অবসর তারা পায়
না, কিংবা খুঁজে হদিস পায় নি হারানো প্রেমের
সেই রহস্যময়ী ঠিকানা, কোন গন্তব্যে আছে
লুকিয়ে সুজন যে  ফিরে গেছে দ্বার হইতে, যদি
আবার কোনো দিন দেখা পাই, বেঁধে রাখব
হৃদয়ের বাঁধনে,ভালোবাসবো তোমায় জীবন !

-- শান্তনু সান্যাল