সারা রাত জোছনা, বিন্দু বিন্দু ঝরেছে
অবিরল লয়ে, জনশূন্য উপত্যকার
বুকে, সারা রাত কে যেন
ধরে রাখতে চেয়েছে
তপ্ত নিঃশ্বাসের
তরঙ -
নিজের সিক্ত অধর তীরে, সারা রাত -
দেহের অপর পারের জগতে,
নিবেছে জ্বলেছে বহু
অভিলাষের
শিখা
কম্পিত সুরে, তার পরশের সংবেদনে
ছিল প্রথম বৃষ্টির অনুভূতি, ওই
ভিজা মাটির গন্ধে খুঁজে
পেয়েছে মন এক
অফুরন্ত
আবেগের অভিজ্ঞতা, কয়েক দশকের
পরিতৃপ্তি, সারা রাত ভাবনার
গন্ধ কোষ হতে ঝরেছে
অনন্ত প্রণয়ের
সুরভি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by laurine-baumgart
অবিরল লয়ে, জনশূন্য উপত্যকার
বুকে, সারা রাত কে যেন
ধরে রাখতে চেয়েছে
তপ্ত নিঃশ্বাসের
তরঙ -
নিজের সিক্ত অধর তীরে, সারা রাত -
দেহের অপর পারের জগতে,
নিবেছে জ্বলেছে বহু
অভিলাষের
শিখা
কম্পিত সুরে, তার পরশের সংবেদনে
ছিল প্রথম বৃষ্টির অনুভূতি, ওই
ভিজা মাটির গন্ধে খুঁজে
পেয়েছে মন এক
অফুরন্ত
আবেগের অভিজ্ঞতা, কয়েক দশকের
পরিতৃপ্তি, সারা রাত ভাবনার
গন্ধ কোষ হতে ঝরেছে
অনন্ত প্রণয়ের
সুরভি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by laurine-baumgart