বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

নিজের উপরে নির্ভর - -

বিহানের কুয়াশা ছিল কিছু ক্ষণের, ওই 
টিনটিনে মেঘের দল থামাতে পারি 
নি সূর্যের পুরুষালী উষ্মা !
ক্রমশঃ বিষন্ন 
জীবনে 
অপ্রত্যাশিত রূপে তোমার অনুষঙ্গের -
নীরব আগমন, মৌসুমের ওই 
লুকোচুরির আছে বৈকি 
অনন্য কুহক !
অরণ্য 
পুষ্পের ছিল আপন বাধ্যবাধকতা, পথ 
চাওয়া কি সব সময় চলে, তাই 
মধুমাসের আগেই কন্টক 
শয়নে, নিজেকে 
উন্মুক্ত 
ভাবে প্রকাশিত করে যাওয়া, কেউ - - 
কারোর জন্য অপেক্ষা করে না,
অবশ্যই আয়না নিঃশব্দ 
লয়ে ডেকে যায়,
প্রায়শ !
নিজের উপরে নির্ভর, যে কি রূপে বিম্ব 
হবে পরিলক্ষিত - - 

* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
Cheyenne, Wyoming, United States