সোমবার, ২৭ আগস্ট, ২০১২

শেষ আলো

শেষ মরীচির স্পর্শ, যখন ভাঙা প্রাচীরের  
গায়ে লিখে গেছে সাঁঝের ইতিকথা,
আঁধারের প্রতি মায়া গেছে 
বেড়ে, তার প্রণয়ী
চোখের জলে 
দেখেছি 
কিছু ডুবন্ত নৌকার প্রতিচ্ছায়া, অনেক -
কাছে এসে ও ছুঁতে পারি নি, সে 
তখন অধুনালুপ্ত নদীর এক 
হারানো কিনারা, সে 
ফিরিয়ে দিয়েছে 
রিক্ত হাতে 
বৃষ্টির 
আমন্ত্রণ, গুটিয়ে নিয়েছে নিজে কে নিজের 
ভিতরে যেন ভূগর্ভস্থ মৃত জল ধারা, 
হয় তো খুঁজে পেয়ে থাকবে 
পাষাণী ঢালের রাস্তা,
বুকে নিয়ে উষ্ণ 
তটভূমি,
আমি শুধুই এখনো তপ্ত বালুকা বেলা, উদাস 
চেয়ে রই উড়ন্ত শ্বেত মেঘের ভেসে 
যাওয়া - - - 

- শান্তনু সান্যাল
painting by Harry Brioche