বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

মন্ত্রমুগ্ধ ক্ষণে - -


তার আঁখির নীল ছায়া ও মায়াবিনী রাত্রি মাঝে 
কোথা ও, কি যেন একটা মিল আছে, খুঁজে 
মন, ছড়ানো ফুলের বৃন্তে, হারানো 
হৃদয়ের প্রণয় গন্ধ ! কিসের 
অনুরণন ভাসে দেহ 
ও প্রাণে, কে 
ডেকে যায় নিঃশব্দ, সন্ধ্যার মন্ত্র মুগ্ধ ক্ষণে - - - 
* * 
- শান্তনু সান্যাল 


painting by artist Filomena Booth
http://sanyalsplanet.blogspot.com/