হয় ত একদিন
সময়ের অবসাদে জীবাশ্মের দিকে চলেছি
এগিয়ে, আর ফিরে আসবো না,
যাদুঘরে রয়ে যাব স্মৃতির
প্রতিক চিহ্ন হয়ে,
কিন্তু তা
হয়
নি, যেখানে ঝড় করেছে বিধ্বস্ত আমার স্বপ্নের
বাসা, সেখানেই ছিল অদৃশ্য আগামী কাল,
বোধ হয় সে যেন টের পাই নি, সেই
আবার জীবন রেখেছিল করতল ;
জিজীবিষার আগুনে, ভেঙ্গে
ছিল নোঙ্গরের শিকল,
ভাসিয়ে ছিল
ছিন্ন তরী,
যদিও
নদীর উগ্র প্রবাহের সঙ্গে ছিল ঝঞ্ঝার গোপন -
চুক্তি, কিন্তু নিয়তির খেলা করেছে
বিফল প্রতিপদে, তাহাদের
ষড়যন্ত্র, এগিয়ে নিয়ে
গেছে অগোচর
আধিপত্য !
দূর
উজানের দেশে, সেই সমুদ্র নদীর মিলন স্থলে
আমি ফিরে পেয়েছি তার ভালবাসা,
জড়িয়েছি বুকে তার প্রণয়
বিন্দু, ঝিনুকের বেষে
রয়েছি পড়ে
তার
নয়ন সৈকতে, হয় ত একদিন ভাবনারা হয়ে
উঠবে প্রদীপ্ত মুক্তা - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/