জানতে চেয়ে ছিল হৃদয় তোমার ভূমিকার
সত্যতা, কত অভিনয় কত বাস্তবতা,
মনে পড়ে এখনো, জীবন মঞ্চের
সেই আলোকময় সোপানে
আকস্মিক দেখা,
কিছু ক্ষণের
মৌনের
পরে, ভাবনার অজানা স্রোতে সুদূরে ভেসে
যাওয়া, ধোঁয়াটে সন্ধ্যার ছিল এক
অদ্ভুত সম্মোহন, বৃষ্টি ভেজা
পথে ভিড় কাটিয়ে
হাঁটা, সেই
ক্ষণিক আঙুলের নির্লিপ্ততা কাঁপিয়ে যেত
দেহ ও প্রাণের দুনিয়া, আজ বহু
দিনের পরে জানতে ইচ্ছে
করে, সেই পুরাতন
দিনের অধীর
স্পন্দন !
কি আজ ও তোমায় করে যায় উদ্বিগ্ন - -
কিংবা সময়ের চক্রে সব আবেশিত
মুহুর্তগুলি গেছে উড়ে, তুমি
কি আজ ও লিখ
লুকিয়ে দিন -
লিপির
মাঝে প্রথম প্রেমের কবিতা অথবা করে
চলেছ বানান সংশোধন, কিছু
নতুন আবিষ্কার - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/