শুক্রবার, ৩০ মার্চ, ২০১২


অন্তরতমের দ্যুতির পথে - - - 

আঁধার যখন কথা বলে, নিরবতা তখন চুরমার, 
পরিজ্ঞানের জাগরণ হয় উঠে চপল, ভালো 
মন্দের মাঝের মতবিরোধ যায় সহসা 
থেমে, অন্তর্দৃষ্টি নিজেই খুঁজে 
উদ্ভাসিত পথ, একান্ত 
হয় উঠে মুখর, 
খুলে যায় 
জীবনের বন্ধ পুস্তক, পৃষ্ঠ গুলো তখন সহস্ত্র -
আয়না, জবাবদিহি চায় প্রতি শব্দ, 
হিংসা প্রতিহিংসা, ধর্মান্ধতা,
পক্ষপাত, শোষণ, 
নিষ্ঠুরতা 
ভেসে উঠে অধঃক্ষেপণের রূপে, প্রাণ তখন 
জলজ বনস্পতি, পচন হতে চায় 
মুক্তি, প্রাণবায়ুর জন্য করে 
ছটপট, মোক্ষের তখন 
উত্পত্তি, আত্ম -
প্রেম সেই 
সময় অতি প্রিয়, করে তখন প্রায়শ্চিতের পথে 
অনুসরণ, বিশ্বাসঘাতকতার সংজ্ঞা 
বুঝে উঠে তৃষিত জীবন, ওই 
সংশোধন কিংবা আত্ম 
শাস্তি, ফিরিয়ে 
আনে 
মনুষ্যতার পরিচয়, জীবন তখন পূর্ণতার দিকে 
অগ্রসর - - - 

- শান্তনু সান্যাল
painting by - red flowers - Melissa Sherowski