অন্তরতমের দ্যুতির পথে - - -
পরিজ্ঞানের জাগরণ হয় উঠে চপল, ভালো
মন্দের মাঝের মতবিরোধ যায় সহসা
থেমে, অন্তর্দৃষ্টি নিজেই খুঁজে
উদ্ভাসিত পথ, একান্ত
হয় উঠে মুখর,
খুলে যায়
জীবনের বন্ধ পুস্তক, পৃষ্ঠ গুলো তখন সহস্ত্র -
আয়না, জবাবদিহি চায় প্রতি শব্দ,
হিংসা প্রতিহিংসা, ধর্মান্ধতা,
পক্ষপাত, শোষণ,
নিষ্ঠুরতা
ভেসে উঠে অধঃক্ষেপণের রূপে, প্রাণ তখন
জলজ বনস্পতি, পচন হতে চায়
মুক্তি, প্রাণবায়ুর জন্য করে
ছটপট, মোক্ষের তখন
উত্পত্তি, আত্ম -
প্রেম সেই
সময় অতি প্রিয়, করে তখন প্রায়শ্চিতের পথে
অনুসরণ, বিশ্বাসঘাতকতার সংজ্ঞা
বুঝে উঠে তৃষিত জীবন, ওই
সংশোধন কিংবা আত্ম
শাস্তি, ফিরিয়ে
আনে
মনুষ্যতার পরিচয়, জীবন তখন পূর্ণতার দিকে
অগ্রসর - - -