শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩

পুনরায় জীবন্ত - -

আবছায়া সকালের নিজস্ব আছে, এক অতিরিক্ত 
দাবি, রাত্রির ব্যথা সে বুঝে না, ওই অবুঝ 
প্রহেলিকার মাঝে লুকিয়ে রয়, কিছু 
জীবনের ব্যক্তিগত মুহূর্ত,
ভাঙা ও গড়ার 
ঠিক মধ্যি 
খানি 
দৃশ্যমান, সে এক পাতলা রেখা বলে, পুনরায় - - 
সূর্যের পিছনে হেঁটে যাওয়া, যথারীতি 
একটানা দৌড়, অন্তিম তলা হতে  
নিচ তলা পেরিয়ে, বাস 
স্টপ, বিস্মিত 
চোখের 
মাঝে স্বাভাবিক ভাবে পাশ কেটে যাওয়া, ওই 
বাঁধা-ধরা সব কিছু, ওই চির পরিচিত 
চেহারা, কম্প্যুটরের উপরে 
আনত চোখের ওই 
তীর্যক মুচকি 
হাসির 
ভাষা বুঝতে না বুঝতে, না ওঠা সূর্যের যাত্রা 
শেষ, আবার ফিরে যাওয়ার পালা, সারা 
দিন ছিল মেঘলা আকাশ, বৃষ্টি হয় 
নি, অবশ্যই সকালের খবর 
কাগজে ছিল এক পশলা
বৃষ্টির অনুমান !
যথারীতি 
সম্ভাবনা লেগেই রয় জীবনের সাথে, আমি -
আবার দাঁড়িয়ে আছি দোরগোড়ায়,
ভাবছি কড়া নাড়াব কী না, 
এখানে ভবিষ্যদ্বাণীর 
কোনো কাজ 
নেই, ভালো লাগা না লাগার প্রশ্নই ওঠে না - - 
আবার নিজেকে পুনরায় গুছিয়ে তোলা,
কিছু আতরের ফোঁটা, পুষ্পাধারের 
জল পাল্টানো, অর্ধ গলিত 
বৃন্তে ঝুলানো গোটা 
রজনীগন্ধা !
ক্রমশঃ আঁধারের সাথে দেখি সব কিছু আস্তে 
আস্তে পুনর্জীবিত ! আবেগের গন্ধ 
পুনরায় জীবন্ত - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
misty emotion