যার সন্ধানে সারাটা জীবন গেল বৃথা,
সেই হারানো পরশ পাথর ছিল
উঠোনের বুকে ফেলানো,
যার উত্স খুঁজতে
গিয়ে ফুরালো
মধুরাত,
ওই জোছনা ছিল হৃদয়ের মাঝে অদৃষ্ট,
কাছে থাকলে মনের মানুষের মূল্য
শুধুই মাটি, যখন যায় ভেঙে
বাস্তব প্রেমের পুতুল,
তখন হৃদয়
বোঝে
আসল আর নকলের পার্থক্য, কিন্তু - -
আর ফিরে আসে না, জীবন -
যাত্রায়, পথে হারানো
পান্থশালা, ঠিক
সকালের
মুখে আকাশ গুটিয়ে ফেলে আলোকিত
শামিয়ানা, রজনীগন্ধার বুকে
জমে থাকে অবিকশিত
গন্ধ কোষ, এক
অন্তহীন
অভিলাষের সাথে জীবন দাঁড়িয়ে রয়
একাকী আধ খোলা জানালার
ধারে, চেয়ে রয় যথারীতি
দিগন্ত রেখার উপরে
ঝাপসা সকালের
আলো - -
* *
- শান্তনু সান্যাল
সেই হারানো পরশ পাথর ছিল
উঠোনের বুকে ফেলানো,
যার উত্স খুঁজতে
গিয়ে ফুরালো
মধুরাত,
ওই জোছনা ছিল হৃদয়ের মাঝে অদৃষ্ট,
কাছে থাকলে মনের মানুষের মূল্য
শুধুই মাটি, যখন যায় ভেঙে
বাস্তব প্রেমের পুতুল,
তখন হৃদয়
বোঝে
আসল আর নকলের পার্থক্য, কিন্তু - -
আর ফিরে আসে না, জীবন -
যাত্রায়, পথে হারানো
পান্থশালা, ঠিক
সকালের
মুখে আকাশ গুটিয়ে ফেলে আলোকিত
শামিয়ানা, রজনীগন্ধার বুকে
জমে থাকে অবিকশিত
গন্ধ কোষ, এক
অন্তহীন
অভিলাষের সাথে জীবন দাঁড়িয়ে রয়
একাকী আধ খোলা জানালার
ধারে, চেয়ে রয় যথারীতি
দিগন্ত রেখার উপরে
ঝাপসা সকালের
আলো - -
* *
- শান্তনু সান্যাল