দীর্ঘ নিঃশ্বাস
হেঁটে গেছে, ফুটপাথের জগৎ,
গলির ওই বাঁকে যায়
আলোর দুনিয়া
নিভে,
কাহিল, ক্লান্ত মুখের ভিড়ে দেখেছি বহু
বার অদৃষ্টপুরুষের গোঙানি
শঙ্খবেলায় নিঃশ্বাসের
মৃত্যু, সাঁঝের
ক্রন্দন,
শরতের চাঁদের পিঙ্গল বর্ণ, রাত্রির সে
বিছিন্ন রূপ, নিঃশব্দ জীবন -
নদীর ভাঙন, ঘুনে ধরা
সকালের ক্ষয়গ্রস্ত
অনুরোধ,
ঘামের বিশ্রী ঘ্রাণে ডুবানো সারটা দিন
এই আবর্তনের বাহিরে চেয়েছি
অনেক সময় বেরোতে
পারি নি, চোখের
নাগালে দাড়িয়ে রয় আমার খেপানো
ছায়া, খবরের কাগজের গায়ে
চা কাপের দাগ, উনুনের
চেনা ঝাঁঝ, ময়লা
গামছা, কালচে থলির অস্থিরতা, আরো
কিছু চাহিদার অফুরন্ত ফর্দ, উদাস
মুখের মৌন কাব্য, হাসির
মাঝে মিষ্টি ফাটাল
জানি না কত জন শিউলি ঝরার আনন্দে
মুগ্ধ হয়ে কাটিয়ে যায় সহজে এই
জীবন - - -