শুক্রবার, ১৬ জুন, ২০২৩

মায়া মৃগের পথে - -

 


অন্ধকার যত ঘনায়, আলোর তৃষা

অতই বেড়ে যায়, জীবন উঠে
আসে বিহানের উঁচু তলায়,
ফোস্কা পায়ে যেকোনো
অবস্থায়, এই বেঁচে
থাকার নেশা
বারংবার
আশার
সিঁড়ি
বেয়ে নতুন সকালের পথে নিয়ে যায়,
তোমার প্রেমের কুয়াশায় যত বার
হারাই, জীবনে এক অভিনব
অর্থ খুঁজে পাই, অভিলাষের
ফর্দ চিরদিনই অফুরন্ত
থেকে যায়, হাত
থেকে রেশমি
মুহূর্তগুলো
যেন
ফিসলিই সুদূরে গড়িয়ে যায়, নিশীথের
আলো মায়া মৃগের পথে নিয়ে যায় ।
– শান্তনু সান্যাল

রক্তিম কুঞ্জের ব্যথা - -

এ কেমন অগ্নিগর্ভ দেশের নাগরিক, কার বিরুদ্ধে
সমরের হুঙ্কার, চার দিকে উঠছে ধোঁয়ার
জুয়ার, এ কেমন সমাজের পুরোধা
আগুন লাগিয়ে সারা প্রান্তে
সাধুর বেশে দাঁড়িয়ে  
করছে দোষারোপ,
এ কেমন
প্রজাতন্ত্র, রক্ষক হয়ে উঠেছে রক্ত ভক্ষক, এ কেমন
সংবিধানের দোহাই, হাতে নিয়ে বোমা বন্দুক
লাঠি করেছে দানবদের মনোনয়ন, কোন
দেশের এরা বর্বর নাগরিক মানে না
কোনো আইন কায়দা, এ কেমন
গুন্ডাবাহিনী গ্রামে গঞ্জে
করছে তাণ্ডব -
খেলা,
মা গুলো কাঁদছে বুকে নিয়ে ছেলের মরদেহ, মাটির
উপরে গড়িয়ে যায় মানুষের রক্ত ধারা, এ
কেমন রক্তে রাঙা বাংলা, কোনো
দিন কি ফিরবে না রবি
ঠাকুরের সোনার
বাংলা ।
- - শান্তনু সান্যাল