কত দূর ও উড়ে যাও আকাশ পারে -
স্বপনের পিছনে, দিগন্তের গা
ছুঁয়ে, ছায়াপথ পেরিয়ে,
দেহ ও প্রাণে
মেখে
জোছনার ঢেউ, মনের রিক্ততা কিন্তু
থেকেই যায় যেকোনো ভাবে,
আসলে অতৃপ্ত জীবনের
মুক্তি সহজে
পাওয়া
সম্ভব কোথায়, অভিলাষের মরু চির
দিনই, তৃষ্ণার্ত চোখে দেখে রয়
উন্মুক্ত আকাশ, জানা
সত্তেও যে ভুলে
গেছে
পরিযায়ী বৃষ্টি সজল বাতাসের পথ -
আর ফিরে আসবে না কোনো
দিনই, তবু ও মানুষের
চোখে ভেসে
রয়
দিবা নিশি, টুকরো টুকরো মেঘের - -
বিখণ্ডিত কণিকা, এবং
সেই কুয়াশায়
খুঁজে
হৃদয়, তোমার চির হরিত মিষ্টি
হাসি - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by william brown
স্বপনের পিছনে, দিগন্তের গা
ছুঁয়ে, ছায়াপথ পেরিয়ে,
দেহ ও প্রাণে
মেখে
জোছনার ঢেউ, মনের রিক্ততা কিন্তু
থেকেই যায় যেকোনো ভাবে,
আসলে অতৃপ্ত জীবনের
মুক্তি সহজে
পাওয়া
সম্ভব কোথায়, অভিলাষের মরু চির
দিনই, তৃষ্ণার্ত চোখে দেখে রয়
উন্মুক্ত আকাশ, জানা
সত্তেও যে ভুলে
গেছে
পরিযায়ী বৃষ্টি সজল বাতাসের পথ -
আর ফিরে আসবে না কোনো
দিনই, তবু ও মানুষের
চোখে ভেসে
রয়
দিবা নিশি, টুকরো টুকরো মেঘের - -
বিখণ্ডিত কণিকা, এবং
সেই কুয়াশায়
খুঁজে
হৃদয়, তোমার চির হরিত মিষ্টি
হাসি - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by william brown