জীবনের তিন বিন্দুএ ,ওই উপগ্রহটি স্থিত
তদুপরি মহাজগতে বিপুল শুন্যতা
তুমি,আমি ও প্রণয়,এই ত্রিকোণে ই রয়েছে
স্বপ্ন,বস্তুবাদ,কল্পনা,ইন্দ্রজাল,আবেগ
অশ্রু,লাবণ্যময় ভাবনা ,ভাঙা গড়ার
কাহিনী,সুর তাল ছন্দ ,কবিতা ,হৃদয়ের
স্পন্দন,এই ত্রিশঙ্কুর পৃথিবী কে জড়িয়ে আছে
রঙ্গীন ক্ষিতিজ ,সমান ভাবে,আস্থা বিশ্বাসের
অনন্ত রেখার গায়ে, এই মৌলিক সংরচনা -
মৌসুমের পৃষ্ঠে লিখে যায় জীবনের গল্প
কাব্য, ভালবাসার ইতিহাস, দিয়ে থাকে কিছু
নব অঙ্কুরিত কিশলয়ের রূপে নতুন প্রজন্ম
বিচিত্র ত্রিভুজের কেন্দ্রে সমস্ত ব্রহ্মান্ড
যেন পরিপূর্ণ রূপে সমাহিত, জীব নির্জীবের
এখানে কোনো শ্রেণী ভেদ নাই, অণু পরমাণু
ক্ষুদ্রতম জন্তুর অস্তিত্ব, শৃঙ্খলিত স্বরূপে জড়িত
এই তিন বিন্দুএ সৃষ্টির মহারচনা, অনাদি র পথে
অফুরন্ত রহস্য বুকে নিয়ে বহমান, নিরন্তর
ভবিষ্যতের মহাযাত্রায় অগ্রগামী ----
-- শান্তনু সান্যাল