সোমবার, ৫ জুন, ২০২৩

জীবনের সার্থকতা

পৃথিবী জুড়ে রয়েছে শোক, বিলাপ,
বিষন্নতা, জীবনের এই উধ্বস্ত
পরিমন্ডলে কিছু ক্ষণ যদি
তার সমীপে স্বপ্ন ঝিনুক
কুড়িয়ে যাওয়া, ক্ষতি
কী? জানি প্রেম
ও নিয়ে যায়
অদৃশ্য
ধ্বংসের মুখে, কিন্তু অবুঝ হৃদয়
মরিচিকার ভাষা বুঝে না,
ব্যাধের তীরে গরল
আছে কি সুধা,
মায়া মৃগ,
সুকরাত
কিংবা
সিদ্ধার্থের পরিচয় জানে না, সে - -
নিসর্গের সাথী, শ্রাবণের ধারায়,
মধুমাসের মৌন আমন্ত্রণে,
পলাশের রক্তিম প্রবাহে
কেবল ভাসতে জানে,
অরণ্য বীথিকায়
কস্তুরীময়
গন্ধে
নিজের জীবন হারিয়ে দিতে চায়,
এই চরম উৎসর্গ বিন্দুই ত
প্রেম, প্রণয়ের পথের
যাত্রি, কখনো
রাধার
অশ্রু
ধারা, আবার যাযাবর সম
বাউলের ওই একতারা !
কান্না ও হাসির মাঝে,
অনাবৃষ্টি ও বর্ষণের
মধ্যে তার দুই
চোখের
বৃষ্টিছায়ার ভূমিতে, হৃদয় দেখে যায়
বেঁচে থাকার স্বপ্ন, পুঁতে যায় নব
পুষ্প চারা !

 -  শান্তনু সান্যাল