ওই অন্ধ কূপে দেখেছি নিজের বিকৃত চেহারা,
কে, কাহাকে, ঠকিয়েছে বলা এত সহজ নয়,
বহুরুপি অন্তর্মনে বাজে, বিভোর সুরে এক তারা,
উঠে গেছে উপরে, যারা ছিল সময়ের আরোহী
খুঁজে বেড়ায় মন আঁধারে, দূর সকালের কিনারা,
লুন্ঠন করে গেছে, সুপ্ত পৃথিবী, মৃত জাগরণ,
স্বপ্নরা করে অরণ্য রোদন, সবাই যেন দিশাহারা,
চেয়ে ছিলাম শুধু এক চিলকে খুশির আলো,
দ্বারে গেছে লাগিয়ে কুলুপ, মেঘেরা দিচ্ছে পাহারা,
তড়িতের ভাঙনে, ভাঙি নি ক্ষিতিজ রেখা -
মাঝি বিহীন নৌকা, বেয়ে চলেছে অথৈ জলধারা,
ভারসাম্য রাখতে গিয়ে, নিয়তি দিল বাধা
দেয়ালের বিদ্রোহী স্লোগান, ক্লান্ত, রংহীন বেচারা,
ফিরে এসেছি বহু বার, সিংহদ্বার ছুঁয়ে আমি
বন্দ কপাট, চুনাপাথর দিয়ে লিখেছি ,জীবন সারা,
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/