প্রশ্ন চিহ্ন
জেগে উঠে সুপ্ত মনের বিজন প্রদেশ, কার
ককানির শব্দে ঝরে আকাশ খন্ডিত
রূপে, ধুসর পাহাড়ের বাঁশবনে
ধরিয়ে গেছে কে যেন
দাবানল সান্ধ্য
হতে, তবু
ওই ধুম্রময় ক্ষিতিজে ভেসে রয় জীবনের নাম -
বিহীন তারকা, সেই নীল আলোর মাঝে
দেখি স্বপ্নের শিশু খেলে আপন মনে,
সাজিয়ে রাখে অমাবস্যার রাত
অরণ্য কুসুমের চন্দ্রাহত
গন্ধে, খুঁজে মন
বিস্মৃত ওই
নীহার ভিজা মুহুর্তগুলো, জ্বালিয়ে গেছে কে
যেন আবার সান্ধ্য প্রদীপ, অভিশাপিত
অশ্বত্থগাছ তলে, ঘনিয়ে আনে
প্রণয়ের অভিসার এমন
সময়ে, জানা সত্তেও
যে সে আর
নেই, জীবনের পার্শ্ববর্তী অঞ্চলে, শুধুই মায়ার
বন্ধনে জড়িয়ে ধেয়ে চলেছে হৃদয়, দূর
বহু দূর, অসমাপ্ত কোন অদৃশ্য
জগতে, হয় ত মৃগতৃষ্ণা
কিংবা আত্ম
সন্ধানের
পথে অগ্রসর জীবনের অতৃপ্ত ভাবনার প্রবাহ !