রঙীন কাচের অনুধ্যায় নিয়ে চোখে,
সে দেখিয়ে গেছে বহু কাল
আগে, স্বপ্নময়,মায়াবী
জগৎ, কত যুগ
ধরে আমি
বসে আছি পথ চেয়ে একাকী, ওই -
ভাসন্ত আকাশগঙ্গার তীরে,
সে বলেছিল এক দিন
হৃদয়ের আলো
অন্তহীন,
কোনো দিন নিভে না, তাই মনের
জানালা খুলে রাখি দিবা -
নিশি, সম্ভবতঃ সে
ফিরবে এক
দিন -
হঠাৎ, নিয়ে হাতে যাদুকর ফুলের
গুচ্ছ, সুগন্ধে ভরিয়ে যাবে
বুকের সমস্ত শুন্যতা,
যুগের তৃষ্ণা
পাবে
তৃপ্তি, আবার পরিত্যক্ত জীবনে - - -
ভেসে উঠবে বিলুপ্ত নির্ঝর !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
aquarelle beauty
সে দেখিয়ে গেছে বহু কাল
আগে, স্বপ্নময়,মায়াবী
জগৎ, কত যুগ
ধরে আমি
বসে আছি পথ চেয়ে একাকী, ওই -
ভাসন্ত আকাশগঙ্গার তীরে,
সে বলেছিল এক দিন
হৃদয়ের আলো
অন্তহীন,
কোনো দিন নিভে না, তাই মনের
জানালা খুলে রাখি দিবা -
নিশি, সম্ভবতঃ সে
ফিরবে এক
দিন -
হঠাৎ, নিয়ে হাতে যাদুকর ফুলের
গুচ্ছ, সুগন্ধে ভরিয়ে যাবে
বুকের সমস্ত শুন্যতা,
যুগের তৃষ্ণা
পাবে
তৃপ্তি, আবার পরিত্যক্ত জীবনে - - -
ভেসে উঠবে বিলুপ্ত নির্ঝর !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
aquarelle beauty