ফিরে তো আর কেও দেখি নি --
ময়লা মাখা ছেঁড়া কাপড় জামায়
সে রাস্তায় দাড়িয়ে যুগান্তরে
এক সুগঠিত পুরুষ হলো
কত যে পূজার মিছিল, জিন্দাবাদ -
মুর্দাবাদ, দমকলের সায়রান
হরিবলের ধ্বনি, কাছে দিয়ে
মধুরীম কিংবা বিতৃষ্ণা ভরা দিন
কি ভাবে সরে দূর হলো সে
নিজেই জানে না --
বস্তির নর্দমা, চেনা গন্ধ
কাজের মেয়েদের ইশারা
নিম্নাঙ্গে অস্থিরতা,
ঘুপ আঁধারে সে ও মধুপান
করতে চায়, কিসের অশ্লীলতা
যৌবনের পরিভাষা
কোনো শ্রেণী ভেদ জানে না
স্বপ্নে শুধুই তোমাদের দাবি কেন ?
--- শান্তনু সান্যাল