এই ভাবে প্রান্তবর্তী সংযুক্তি, বিপজ্জনক না
হয় ওঠে, তাই বলি বারে বারে এত
ভালবাসা দিও না আমারে,
ওই চোখের রহস্যে
আছে কত
না
যেন ঘূর্ণাবর্তের বলয়, প্রতি বৃত্তে লুকিয়ে -
রয় সুপ্ত অগ্নিগিরি, তারা সাগর,
হিম নদ, পার্বত্য শৃঙ্খলা !
কোনো বাধাবিঘ্ন
মানে না,
হঠাৎ বিস্ফোরণে করে যায় মহা প্রলয়ের
শঙ্খ নাদ ! সমাজ ধর্ম, নিম্ন উচ্চ,
রাজন কি নিঃস্ব, এখানে
সমস্ত দর্শন যেন
অর্থহীন !
আবেগী ভাবনা নিয়ে জীবন, দাঁড়িয়ে রয় -
এক অন্ধ - - উপত্যকার প্রান্তে !
* *
- শান্তনু সান্যাল