বুধবার, ২৬ অক্টোবর, ২০১১


আলোর আড়ালে 

আলোর উত্সবে, মনে পড়ে
আঁধারের কিছু চেনা 
মুখ, চেয়ে আছে 
যেন আজ ও 
ঝিলমিল আকাশপানে, 
ফুলঝুরির ছুটন্ত 
ঝিকিমিকির মাঝে কিছু 
জোনাকির কোমল
পালক, লুটিয়ে আছে পথের 
দুই ধারে, আতশবাজির 
জ্বলিত অগ্নিশিখার 
তাপে ঝরে চলেছে অর্ধ 
উন্মেষিত কুঁড়ির বহু গুচ্ছ,
নেকড়া সংগ্রহকারী 
যেন আমার মন খুঁজে কিছু 
অবিস্ফোরিত স্বপ্ন,
অলিন্দের আকাশদীপ যদি 
দিত, কিছু আলেয়া 
পথের শিশু যেন ভাবনা,
একদৃষ্ট চেয়ে রয়েছে 
উচ্চ তোরণের মণি মালা,
ভেঙে ছড়িয়ে যেত 
অপ্রত্যাশিত রূপে নিজের 
ভাগের কিছু আলোক 
বিন্দু, কিছু খুশির মুহূর্ত.

-- শান্তনু সান্যাল