বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

একফালি ছায়া - -

ভিড়ের মাঝে ও অনেক সময় মানুষ খুবই 
নিঃসঙ্গ, হেঁটে যেতে চায় একাকী 
সুদুর নদীর ওই পারে, 
যেখানে এখনো 
শহরের 
ছোঁয়া লাগি নি, জলসিক্ত সবুজের গন্ধে 
মন যায় জুড়িয়ে, কিসের যেন 
মায়া জড়ানো সন্ধ্যার মুখে, 
ভেসে আসে শঙ্খের 
গভীর ধ্বনি,
বুড়ো 
অশ্বত্থ গাছের কলরবের সাথে, জীবন -
খুঁজে, মাটির প্রদীপের দপদপানি,
ধূলিধূসর আঙ্গিনার মাঝে 
তুলসীর নীরব 
নিশিপালন,
চাঁদের 
আলোয় কে যেন বসে রয় নিয়ে চোখের 
প্রগাঢ় অভিলাষ, সেই একফালি 
ছায়ার আড়ালে লুকিয়ে 
যেতে চায় জীবন,
ভুলে যেতে 
চায় 
সব কিছু, উড়াল সেতু হতে হৃদয় উড়ে 
যেতে চায় বহুদূর, ভেজা মাটির 
গন্ধে মিশিয়ে প্রাণের 
টলমলানি,
এক 
অনন্য পথে, ঘুরতে চায় অস্তিত্ব অজানা 
হাতের রহস্যময়ী কুলাল চাকায় 
নিরন্তর - -
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/


Painting by Alaykumar Ghoshal - Rural Bengal