রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

জানি না - -

জানি না কি ভাবে সারা রাত ঝরেছে জোছনা,
কোথায় ছিলাম আমি আর কোথায় 
ছিল কাঞ্চন দেহের পাখি !
খোলা রইলো সারা 
রাত মায়ার 
পিঞ্জর,
ফিরে আসি নি, কিন্তু বহু চেষ্টার পরেও লুপ্ত 
 চেতনা, সে যেন যাযাবর স্বপনের 
সহযাত্রী, ঘুরে চলেছে উন্মুক্ত 
ত্রিভুবনে, যেখানে ইচ্ছে 
ওখানে, জল, স্থল 
আকাশ  -
তখন তার প্রেমের বশীভূতে, আমি শুধুই - - 
রইলাম সে মুহুর্তে এক নির্বাক মাধ্যম, 
তাই আর মনে নেই, কি যে 
হৃদয় খুঁজে পেল আর 
কি যে গেছি 
হারিয়ে, 
ওই রহস্য ভরা আকাশ পথে ছিল অন্ধকার 
কি অন্তহীন আলোকসজ্জা, বলা 
সহজ কোথায়, শুধুই 
এইটুকু মনে 
রইলো যে 
তার পরশে পেয়েছি দীর্ঘকালীন জীবনের - - 
অবিস্মরণীয় অনুভূতি !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
emerging feelings