বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

সে এখনো নিঃশ্বাসে - -

গেছ ভিজিয়ে কোন ভাবনার শিশিরে -
বিগত রাতে, এখনো দেহের 
রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে 
নিশি পুষ্পের 
প্রমত্ত 
বুনো গন্ধ, এখনো চোখের আগে ভেসে 
চলেছে তোমার প্রেমের অপরূপ 
ভাসন্ত আকাশগঙ্গা ! বাহ্য 
জগৎ জানি না কেন 
লাগে নতুন 
নতুন, 
কোন ঐন্দ্রজালিক মন্ত্রে বেঁধে গেলে - -
দেহ ও প্রাণের পরিসীমা, চার 
দিকে অদৃশ্য সুরভিত  
বৃত্ত যেন ঘিরে 
চলেছে
জীবনের বিশৃঙ্খল মুহূর্তগুলো, এখনো 
অস্তিত্ব যেন চাঁদের দেশে !
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
dewy emotion