মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২


শৃঙ্খলিত বিভাব

ঝরে কোথা হতে মিহি আলোর কণিকা,অনুমানের 
বাহিরে সেজে চলেছে আবার ব্যথিত সন্ধ্যা, 
জানি না কে রেখে গেছে ওই বিস্মৃত 
ঢিবির উপরে স্ফুরিত আবেশ, 
ছুঁতে চায় জীবন নিবন্ত 
অঙ্গার, পুনরায় 
জাগে সুপ্ত 
দহন, 
কার ডাকে ফিরে ফিরে চায়, পলাতক বসন্তের 
সজল আঁখি, ঝরতে চায় না কিংশুক
কুসুমের শাখা, ধরে রাখে বুকের  
মাঝে কে যেন ভোরের স্বপ্ন, 
যদিও মৌ মাখা সকাল 
গড়িয়ে গেছে বহু 
দূর ক্লান্ত 
সাঁঝের প্রান্তরে, প্রণয়ী মায়া চাহে না বিভাগ, 
কার শৃঙ্খলে থেমে রয় সময়ের পদক্ষেপ,
অভিমন্ত্রিত যেন দেহের ঊষর
ভূমি কে ছড়িয়ে চলেছে 
অদৃশ্য হাতের মৃগ -
জল, মনের 
দর্পণে
ভেসে উঠতে চায় কার ঐন্দ্রজালিক অপূর্ব 
প্রতিচ্ছায়া - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/