মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

নৈসর্গিক ত্তড়ান - -

সঘন অন্ধকারে যখন অভ্যন্তরীণ জগৎ 
চায় তোমার চোখের আলো, সেই 
মুহুর্তে আমি হয় উঠি, একটু 
ধন্য, সামান্য দামী, 
ওই কম্পিত -
পরশে,
জীবন খুঁজে পায়ে মাঝধারে নিমগ্ন তরী,
মধ্যরাতের নীরবতা ভেঙে, যখন 
ছুঁয়ে যায়, তোমার নিঃশ্বাসের 
কিছু উষ্ণ বাষ্প কণা,
তখন বুকের 
ধরাতলে 
ফুটে ওঠে অসংখ্য আবেগের লতা, শাখা 
প্রশাখায় দেখতে না দেখতেই, যেন 
ফুলের বাহার, এক অদ্ভুত 
সুবাসে ভরে ওঠে 
সম্পূর্ণ দেহের 
খাঁচা - - 
ওই ঐন্দ্রজালিক প্রণয়ের বশিভুতে আমি 
প্রায়ই ভুলে যাই, নৈসর্গিক ত্তড়ান।

* * 
- শান্তনু সান্যাল 

  
http://sanyalsplanet.blogspot.com/
Pink Orchid Stem

সময়ের স্রোতে - -

অনুরাগ কি বিরাগ, মনের মানুষ -
কি বাধ্য বাধকতা, দুরস্থ 
কি বুকে জড়ানো 
ভালবাসা,
সব কিছুই বহে যায় সময়ের স্রোতে,
স্মরণ কি বিস্মরণ, ক্ষণিকের 
ব্যাপার, যত ক্ষণ আছে 
নিঃশ্বাস তত ক্ষণ 
চোখের 
আগে খোলা আকাশ, আলোর মহা -
মিছিল, জোছনার জলসা !
ভাসন্ত স্বপ্নের উপগ্রহ,
তার শিহরিত 
বক্ষ:স্থলে 
আনত জীবনের সিক্ত চেহারা ভুলে
রয় মৃত্যুর বাস্তবিকতা - -

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by Kathy Los-Rathburn
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRECFIGoQXFXleLM9BLD8SAXChH09zoJhvAGhyzy_N6yq9G5nEcJxwLhw_w5fkL2CJSEsUQcEX4KNg5tws4PLJhnPcjEMtJDtgW_kQVoKGZEvKBmDPEUvTflzJpOXANjoxmKpGB1wCe9w/s1600/It's+Hydrangea+Time+007.JPG