যখন শান্ত সমস্ত অতিরিক্ত অভিলাষের
অনুরণন, জীবন খুঁজে পায় আসল
মুক্তির পথ, যখন সমস্ত দুঃখ
যন্ত্রণা পৌঁছায় সীমান্ত
পার, হৃদযে
তখন
ভাবনার নিস্তরঙ্গ নদী, বহে যায় সুদুর -
অজানা সাগর সঙ্গমে, যখন মনে
সমস্ত নেয়া দেয়ার খাতা
সহসা ফাঁকা, জীবন
হয় ওঠে
হঠাৎ
অর্থপূর্ণ, সরে যায় ক্রমশঃ মায়ার জগৎ,
চেনা অচেনা সমস্ত চেহারা তখন
উদ্ভাসিত, অভিযোগের
তালিকা তখন
অকস্মাৎ
রিক্ত
জীবনের তরী বহে যায় অজানা কুলের -
পথে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Ann Foster
অনুরণন, জীবন খুঁজে পায় আসল
মুক্তির পথ, যখন সমস্ত দুঃখ
যন্ত্রণা পৌঁছায় সীমান্ত
পার, হৃদযে
তখন
ভাবনার নিস্তরঙ্গ নদী, বহে যায় সুদুর -
অজানা সাগর সঙ্গমে, যখন মনে
সমস্ত নেয়া দেয়ার খাতা
সহসা ফাঁকা, জীবন
হয় ওঠে
হঠাৎ
অর্থপূর্ণ, সরে যায় ক্রমশঃ মায়ার জগৎ,
চেনা অচেনা সমস্ত চেহারা তখন
উদ্ভাসিত, অভিযোগের
তালিকা তখন
অকস্মাৎ
রিক্ত
জীবনের তরী বহে যায় অজানা কুলের -
পথে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Ann Foster