অনন্ত কালের প্রতিক্ষা
রহস্য উদঘাটন এখন তোমার
হাতে, মানুষ কি বন্য জন্তু
সাব্যস্ত কর আজ রাতে,
ওই ভাবে মোহাবিষ্ট
জাদুর খেলায়
যদি পারো
জিতো,
আমি পরাজিত হতে রাজি সুতরাং
পাশা ফেলার আগে বন্যার
আমন্ত্রণ, ঝঞ্ঝার নিপাত
দেহে মেখে রেখো
অগ্নি চন্দন
মিশ্রিত
লেপ,
তোমার অভিমানের গন্ধে রয়েছে
নিছক কিছু ক্ষণের আবেশ,
এক রাতের সুরভি
আমার শোষক
প্রকোষ্ঠ
বহুমাত্রিক, অনন্তকালের পিপাসার্ত !
ধু ধু মরুভূমি, তপ্ত বালুচর
অর্ধেক নিবন্ত দাবানল,
চায় একটানা বৃষ্টি
সকাল সন্ধ্যা
অখণ্ডিত,
আমার প্রেমের বৃত্তে ঘুরে শনির অগ্নি
বলয়, দেখো যদি পারো সাঁতরিয়ে
এস, অপেক্ষায় রইলো জীবন !
কৌতুহলে রবে হৃদয়ের
স্পন্দন, দেহের
অদৃশ্য স্থির
কম্পন,