বহিরাগত আপনজন
সমস্ত গণনা, যাবতীয় ভবিষ্যদ্বাণী কিছুই কাজে
লাগে নি, নিয়তির আগে হস্ত রেখা ছিল
নির্বাক, যখন থামল সময় চক্র;
আপন পরের বিরোধিতার
মাঝে অকস্মাত সে
উধাত্ত, লুপ্ত -
প্রায় !
সেই জীবের ইষ্টিপত্র পাতায় শুধুই রয়ে গেল তার
আবছা নাম, সময়ের সঙ্গে সেও গেছে সরে
উপান্ত রেখার বাইরে, মৌসুমের
পরিবর্তনের সাথে সে
এখন স্মৃতির
আঁধারে
রয়েছে অবহেলিত পড়ে, মাঝে মধ্যে সে দাঁড়িয়ে
রয়ে কাচের দরজার পারে, সব কিছু দেখে
স্পষ্ট, হাসি খুশির ঢেউর মাঝে সে
খুঁজে তার চেহারা, শৈশব
থেকে অন্ত প্রহর
পর্য্যন্ত,
কই, সে ত কোথাও নাই, শুধু এক শুন্যতা ঘিরে
রয়েছে চারদিকে, উত্সবের শেষে, সব
পরিচিত হাসির মাঝে, সে তুলে
চলেছে অদৃশ্য, মেঝের
উপরে ছড়ানো
কিছু
কাচিক টুকরো, ভালবাসা কি স্বপ্নের খণ্ডিত বহু
অংশ, বোঝা মুশকিল - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/