আদিকালের গুহ কন্দরা, মাকড়সা জালে ঘেরা
আঁধার খুঁজে দেহের দীপ্তি, মনের দ্বন্দ
টেনে নিয়ে যায় মায়াবী পথে, অবশ শরীর
পড়ে থাকে ঝরা পাতার উপর আকাশ চেয়ে,
এই কন্টক শয়নে, জীবনের রোমাঞ্চ নির্লিপ্ত,
দুই মুক্ত হাত পূর্ণ সমর্পনের দিগে -
এগিয়ে যায় অদম্য পিপাসার পিছনে,
সমুদ্রময় ভালবাসা ঢেলে রয় অপরাপর
তরলতা, নদীর বিপিরিত তরঙ্গে ফিরে ফিরে
আসে জলমগ্ন বহু কামনার অণু পরমাণু
দেহের লোম প্রতিলোমে অতিরিক্ত পাওয়ার ইচ্ছা,
লক্ষ লক্ষ সুক্ষ্ম লালসার জন্ম !
প্রথম বর্ষায় যেন উন্মুক্ত পতঙ্গ
এক গর্ভ হইতে অনন্য গর্ভে স্থানান্তরণ
এই মহামিছিলের যাত্রী সীমাহীন, যুগবিহীন
বাধা প্রতিরোধ নিয়মের ওপারে, সঘন তিমিরে
যায় মিশে, সিদ্ধান্ত ও পরিকল্পনার ব্যাখা
বুঝতে চায় না,নিসর্গ সতত পরিবর্তনশীল
উতক্রান্তির মায়া অপরূপ, শুধুই চায়
নবীন কল্পনা, নব আনন্দ, নতুন সৃষ্টি
এখানে দর্শন নিষ্ক্রিয়, দেহ হয় উঠে
রাসায়নিক প্রযোগশালা, প্রেম ঘুলনশীল
দেহ ও হৃদয়ের মাঝখানে মস্তিষ্কের জাদু
ভরে যায় অসমাপ্ত জোছনার অবিরল জুয়ার.
---- শান্তনু সান্যাল