অপূর্ণতার দুঃখ নিজের জায়গায়, তা বলে
hope - tropical painting - source no idea
কি সব কিছু অর্থহীন ! স্ব বৃত্তের
বাহিরেও আছে অসীম
সুখের বিন্দু
সঞ্চয়ের
মনোবৃত্তির দরকার প্রতি মুহূর্তে, পরকলা
নির্মিত ছিল তার প্রণয়ের প্রাসাদ,
ভাঙনের ভিত্তির উপরে
গঠিত শিল্প, যদি
গেছে ধসে
অকল্পনীয় কিছু নাই, নিয়তির নিজের -
অমোচনীয় বিধান, সহজ কোথায়
পুনর্লিখন, তা বলে সব কিছু
মিথ্যা, শুধুই স্বপ্ন,
ওই ধ্বংসের
বুকে ও
কিছু লুক্কায়িত বীজকণা, কিছু
কিশলয় পাতায় ছড়ানো
শিশির বিন্দু - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/hope - tropical painting - source no idea