বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

মধুর আবেগের নব সৃষ্টি - -

 তোমার সিক্ত নয়নের তীরে, আছে -
কিছু অধীরতার আভাস, কিছু 
হারাবার দুঃখ, কিছু নব 
উপলব্ধির খুশি !
ওই তপ্ত 
পৃথিবী ও ভব্য আকাশের মাঝে ভেসে 
ওঠা, মিহি দিগন্ত রেখায় দেখি 
আবার স্বপ্নের পায়চারি,
আবার নিশিপুষ্পের 
উঠোনের 
গায়ে অদ্ভুত টলমলানি,পুনরায় তুমি 
সাজিয়ে চলেছ হৃদয়ের শুন্যতা, 
সেটাই জীবনের আসল 
অন্ত:সার, ভাঙা 
গড়ার এই 
শিল্পের মাঝে অনবরত পূর্বগামী এক 
জলস্রোত, নিঃশ্বাসের ওই ওঠা -
নামা চিত্রলেখে, পুনরায় 
মধুর আবেগের 
নব সৃষ্টি !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
collection of Sally Hunt Fine Art

মেঘ্মাস অনেক দূর - -

আবার জেগে উঠতে চায় অজানা ঝড়,
পশ্চিমা আকাশে, অথচ মেঘ্মাস 
অনেক দূর, আবার দেখি 
তোমার চোখের 
তীরে  
ঢেউখেলানো হাসির মাঝে রহস্যের -  
ঝিলিক, কোন দিগন্তে জানি 
না, বিস্ফারিত মেঘের 
দল, গেছে ভিজিয়ে
মরু প্রান্তর 
তীব্র 
বরিষণে, পুনরায় জীবন ধরে রাখতে - 
চায় অরণ্য সুরভি, প্রগাঢ় আবেগে 
ভেসে যেতে চায় অনাবিষ্কৃত
অন্তর্মনের বিশ্বজগৎ,
কার প্রণয়ের
পরশে 
জীবনের ধুসর মহুয়াবন হয়ে উঠতে - 
চায়, অকল্পনীয় স্বপ্নের পৃথিবী !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
white beauty