বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২


বিমুক্ত নভশ্চর

প্রাণ বায়ুর রূপে তার প্রাণের মাঝে অদৃশ্য আধিপত্য
লাল শোণিত কণায় ভেসে রয় জীবনের কত 
অনুচ্চারিত  অভিজ্ঞতা, বহু স্বপ্নের 
মৃত্যু পরে সে একটি রক্তিম 
সকাল, ঝরিয়ে গেছে 
সদ্য কুসুমিত 
শিউলির 
অসংখ্য ফুলের পাপড়ি, চুষে নিয়েছে অন্তরতমের 
গন্ধ, নিংড়িয়ে  ভালবাসার অন্তিম বিন্দু সে 
বলে - প্রেম সীমাবিহীন অনুভূতি !
কেমন করে বোঝাই বল, ওই 
প্রান্তের অতিক্রমে ও আছে, 
নামহীন অগোচর 
অন্তঃকরণের
জগৎ, 
এখানেই শেষ নয়, দেহ ও প্রাণের উপরে উঠে 
যদি কোনো দিন ভালবাসতে, সেই 
অলৌকিক প্রণয়ের পিপাসা 
চিরস্থায়ী, অনুক্ষণ 
জ্বলন্ত বহ্নি -
শিখা,
জীবনের সেই শৃঙ্গারের বেলায় সাজিও যত 
পারো এই মাটির শরীর  কিংবা যদি 
ভাব কাঞ্চন কায়া, যাবে পুড়ে
যত সব সুবর্ণ মায়া, 
শুধুই ধোঁয়ার 
বাদল 
উঠে ভাসবে আকাশমুখী, ফিরবে না কোনো 
দিন, যতই ডাক যতই বুকে জড়িয়ে 
রাখো, সে এক বিমুক্ত পাখি 
উড়ে কি ভাসে বলা 
মুশকিল, 
অন্তরিক্ষের মহাশূন্যে সে যায় মিলে মিশে - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - cage - artist Do Duy Tuan