পাপ পুণ্যের চক্রান্তে ফেলে দেহ ও প্রাণ, সে এখন
ভেজা অর্ধ নগ্ন শরীরে বেয়ে উঠছে ঘাটের
মন্দির সোপান, উত্তরীয় বিহীন তার
কাঁধে পবিত্র কুম্ভের জল চলকে
পড়তে চায়, সে এখন মহা -
ঋত্বিক, পেরিয়ে সদ্য
এসেছে যেন পুণ্য
ক্ষীরসাগর !
হয় ত সে এখন মুছবে পরিষ্কার ভাবে দেউলের
পূজাবেদী, গাঁথবে কুসুম মালা, ঘষবে
চন্দনের কাঠ, জাগাবে পঞ্চ প্রদীপ,
কিন্তু মনের শঙ্খ নিঃশব্দ,
ধ্বনিবিহীন যতই
ফু দাও না কেন,
সে বোবা !
তুলসী মালা ছুঁয়ে সে করে চলেছে পাপের
প্রায়শ্চিত, কিন্তু তার দেহের কোষে
আবদ্ধ আছে এখন প্রবল
আকাঙ্ক্ষা, আগ্নেয়
খেলা, জোর
পূর্বক
সেই আদিম প্রক্রিয়া, বলাত প্রস্ফুটনের সে
এক মুরুবি, দলপতি ! বিশ্বে সে কিন্তু
একা নয়, সমস্ত দিব্যলোকের
ঠিকানা রয়েছে ওই
শ্মশ্রু ভরা মুখের
হাতে, তারা
জানে কি ভাবে নেশায় ফেলে রাখা যায়
পৃথিবীর মানুষকে, নিজের সাধের
জন্য সে রচে অভিনব
জাদুর খেলা,
সাজায়
কপাল শীর্ষে রঙ্গীন পালকের গুচ্ছ ! বলতে
চায় সে একটি মাত্র আলফা পুরুষ,
শ্রেষ্ঠ ধর্মের পুরোধা, সমাজ
শুধুই তার অনুচর,
চাবুক তার
হাতে
শোষণের সে অশ্বারোহী হাঁকিয়ে নিয়ে যেতে
চায় যেখানে তার ইচ্ছে ওখানে
কিন্তু কি সব সময় এটা
সম্ভব - - - ওই বিন্দু
তে থেমে রয়েছে
প্রলয় ! যখন
নিরীহ
প্রাণী চাইবে হাঁটতে জ্বলনশীল মহা দাবানলে !
--- শান্তনু সান্যাল
ভেজা অর্ধ নগ্ন শরীরে বেয়ে উঠছে ঘাটের
মন্দির সোপান, উত্তরীয় বিহীন তার
কাঁধে পবিত্র কুম্ভের জল চলকে
পড়তে চায়, সে এখন মহা -
ঋত্বিক, পেরিয়ে সদ্য
এসেছে যেন পুণ্য
ক্ষীরসাগর !
হয় ত সে এখন মুছবে পরিষ্কার ভাবে দেউলের
পূজাবেদী, গাঁথবে কুসুম মালা, ঘষবে
চন্দনের কাঠ, জাগাবে পঞ্চ প্রদীপ,
কিন্তু মনের শঙ্খ নিঃশব্দ,
ধ্বনিবিহীন যতই
ফু দাও না কেন,
সে বোবা !
তুলসী মালা ছুঁয়ে সে করে চলেছে পাপের
প্রায়শ্চিত, কিন্তু তার দেহের কোষে
আবদ্ধ আছে এখন প্রবল
আকাঙ্ক্ষা, আগ্নেয়
খেলা, জোর
পূর্বক
সেই আদিম প্রক্রিয়া, বলাত প্রস্ফুটনের সে
এক মুরুবি, দলপতি ! বিশ্বে সে কিন্তু
একা নয়, সমস্ত দিব্যলোকের
ঠিকানা রয়েছে ওই
শ্মশ্রু ভরা মুখের
হাতে, তারা
জানে কি ভাবে নেশায় ফেলে রাখা যায়
পৃথিবীর মানুষকে, নিজের সাধের
জন্য সে রচে অভিনব
জাদুর খেলা,
সাজায়
কপাল শীর্ষে রঙ্গীন পালকের গুচ্ছ ! বলতে
চায় সে একটি মাত্র আলফা পুরুষ,
শ্রেষ্ঠ ধর্মের পুরোধা, সমাজ
শুধুই তার অনুচর,
চাবুক তার
হাতে
শোষণের সে অশ্বারোহী হাঁকিয়ে নিয়ে যেতে
চায় যেখানে তার ইচ্ছে ওখানে
কিন্তু কি সব সময় এটা
সম্ভব - - - ওই বিন্দু
তে থেমে রয়েছে
প্রলয় ! যখন
নিরীহ
প্রাণী চাইবে হাঁটতে জ্বলনশীল মহা দাবানলে !
--- শান্তনু সান্যাল